আপডেট : ১২ December ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার আজ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে।আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আজ থেকে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে।’ তবে সংসদ নির্বাচনের প্রার্থীরা নিরাপত্তার জন্য তাদের বৈধ অস্ত্র রাখতে পারবেন, কিন্তু ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তারা তা বহন এবং প্রদর্শন করতে পারবেন না। কামাল বলেন, আজ (বুধবার) থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সারা দেশে নির্বাচনী প্রচারণার সময় সংঘটিত সহিংস ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।’ অবৈধ অস্ত্র উদ্ধার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ উল্লেখ করে মন্ত্রী বলেন, শিগগির অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা জারি করা হবে।
তিনি বলেন ‘এ ধরনের ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১