আপডেট : ১২ December ২০১৮
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া সড়ক পথে আগমন উপলক্ষে মুকসুদপুরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া যাওয়ার সময় বুধবার সকাল থেকে গোপালগঞ্জ জেলার প্রবেশদ্বার মুকসুদপুর হতে কাশিয়ানী উপজেলার গেড়াখোলা ব্রিজ থেকে ফুকরা পযর্ন্ত ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে জনতার ঢল নামে। প্রধানমন্ত্রীকে স্বাগত ও এক নজর দেখার জন্য মুকসুদপুরের বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও সাধারন মানুষ ছবি সংবলিত পোস্টার, ব্যানার নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ রোড সড়কের দুই পাশে অপেক্ষা করে । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুকসুদপুর কলেজ রোড পেট্রোল পাম্পের নিকট তৈরী করা হয়েছে সভা মঞ্চ । প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মুহাম্মদ ফারুক খান এমপি, সংরক্ষিত মহিলা আসনের সদস্য এ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক কানতারা খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফব আলী আশু, কৃষিবিদ সাহাদাৎ হোসেন প্রমুখ ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১