আপডেট : ১২ December ২০১৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকচাপায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক মোয়াজ্জিম নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার (লালু) ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিম ছিলেন। ওসি আজিজুর রহমান জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১