আপডেট : ১২ December ২০১৮
বোয়ালমারী পৌরশহরের ওয়াপদা মোড়ে দেয়ালে বিজয় দিবসের শুভেচ্ছা ও নির্বাচনী পোস্টার লাগানোর অভিযোগে এক হাজার পোস্টার জব্দ ও একজনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিকুল ইসলাম জানান, মঙ্গলবার পাশের আলফাডাঙ্গা উপজেলার মঈনুল হাসানের পক্ষে আইয়ুব (২২) বিজয় দিবসের শুভেচ্ছা ও সরকারের উন্নয়নমূলক রঙিন পোস্টার ওয়াপদা মোড় এলাকায় বিভিন্ন দেয়ালে লাগাচ্ছিল। এতে নির্বাচনী আচরণবিধির ৭এর ১ ধারা লঙ্ঘিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১