বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০১৮

ফিলিপাইনকে ঘণ্টা ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

লুট করা ঘণ্টা একশ বছরেরও বেশি সময় পর ফিলিপাইনকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র ছবি : ইন্টারনেট


লুট করা গির্জার কয়েকটি ঘণ্টা একশ বছরেরও বেশি সময় পর ফিলিপাইনকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ‘বেলস অব বালাঙ্গিগা’ নামে পরিচিত ঘণ্টাগুলো একটি সামরিক পরিবহন বিমানে করে দেশের মাটিতে ফিরে আসে। বিবিসির খবর।

এর মাধ্যমে মার্কিন উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধের সবচেয়ে বিখ্যাত প্রতীকগুলো ফিরে পেল ফিলিপিনোরা। এই প্রতীকগুলো ফিরে পেতে কয়েক দশক ধরে অনুরোধ জানিয়ে আসছিল ম্যানিলা। ম্যানিলার একটি বিমান ঘাঁটিতে নামানো ঘণ্টাগুলো আগামী সপ্তাহের শনিবার ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় দ্বীপ সামারের একটি গির্জায় ফেরত পাঠানো হবে।

ঘণ্টাগুলো বাক্স থেকে বের করে প্রদর্শনীর জন্য রানওয়েতে রাখা হলে বালাঙ্গিগার প্রধান যাজক ফাদার লেন্টয় তাইবাকো স্থানীয় এক টেলিভিশনকে বলেন, আমি কিছুটা উত্তেজিত ও আবেগতাড়িত হয়ে পড়েছি। অবশেষ আমরা ঘণ্টাগুলো দেখলাম। এই দ্বীপটিতেই ১৯০১ সালের ফিলিপিনো যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় ৪৮ মার্কিন সেনা নিহত হওয়ার পর কয়েক হাজার ফিলিপিনোকে নির্বিচারে হত্যা করেছিল দখলদার যুক্তরাষ্ট্র। এরপর যুদ্ধজয়ের স্মারক হিসেবে ঘণ্টাগুলো নিয়ে যায় মার্কিন সেনারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১