আপডেট : ১১ December ২০১৮
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে তিন কিশোর আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাতবাড়িয়া নামক স্থানে চট্টগ্রাম থেকে চাঁদপুরমূখী সাগরিকা ট্রেনের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর শাহরিয়ার (১৪) ও রাপী (১৫) কে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর আহত জিল্লুর রহমান (১৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত শাহরিয়ার কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও রাপী শাহরাস্তি উপজেলার ভাটনিখোলা গ্রামের আব্দুল হানিফের ছেলে এবং জিল্লুর রহমান একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তারা বিজয় মেলা দেখার উদ্দেশ্যে বিনা ভাড়ায় ট্রেনের ছাদে চাঁদপুর যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়। উদ্ধারকারী যুবক আলামিন জানান, চাঁদপুর-লাকসাম রেলপথে সাতবাড়িয়া এলাকায় চাঁদপুরমূখী সাগরিকা ট্রেনের ছাদ থেকে পড়ে তিন কিশোর আহত হয়। দেখতে পেয়ে আমি ও বন্ধু শাহাদাত ঘটনাস্থলে ছুটে যাই এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহত শাহরিয়ার ও রাপীকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার আলম জানান, ট্রেনের ছাদে ভ্রমনের নিষেধাজ্ঞা রয়েছে। তারপর বিভিন্ন রেলস্টেশনে কর্মকর্তাদের অগোচরে ট্রেনের ছাদে উঠে যাত্রীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১