আপডেট : ১১ December ২০১৮
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ সংসদীয় আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসন থেকে আগামীকাল বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে যাচ্ছেন। আওয়ামী লীগ সভাপতির রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান। জাহাঙ্গীর কবির নানক বলেন, ১২ ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। সেখানে পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করবেন। এরপর টুঙ্গিপাড়ায় একটি জনসভায় বক্তৃতা দেবেন। দুপুরে কোটালীপাড়ায় আরেক জনসভায় বক্তৃতা দেওয়ার মধ্য দিয়েই নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। এ সময় নানক বলেন, সমঝোতা নয়, সরকারের উদার মানসিকতার কারণেই নিজস্ব প্রতীক নিয়ে আওয়ামী লীগের শরিকরা নির্বাচন করছেন। আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী ছিলেন না, তারা সবাই ছিলেন মনোনয়নপ্রত্যাশী। যারা স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, তারা প্রায় সবাই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে বলেও তিনি জানান। বিএনপির মনোনয়নবাণিজ্য নিয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান নানক। অন্যদিকে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের জনসভার নিরাপত্তা নিশ্চিতে গতকাল উপজেলা পরিষদে সমন্বয় সভা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় শেখ হাসিনার কর্মসূচির কথা জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। দুপুর আড়াইটায় শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওইদিন টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন করে বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ধানমন্ডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১