বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০১৮

আপিল শুনানি শেষ

খালেদা জিয়ার প্রার্থিতার ভবিষ্যৎ জানা যাবে আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংরক্ষিত ছবি


একাদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল আদেশের বিরুদ্ধে করা রিটের আদেশ আজ মঙ্গলবার। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন। খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন গত ৮ ডিসেম্বর তিনটি আসনের প্রার্থিতাই বাতিল করে দেয়। ওই বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করেন কারাবন্দি খালেদা জিয়া। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে ৯ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে রিট ফাইল করেন ব্যারিস্টার নওশাদ জমির। আদালত থেকে বেরিয়ে তিনি বলেন, আচরণবিধি (১২)-১-এর ‘ঘ’ অনুসারে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করেছি। সেখানে যেসব সেকশন রয়েছে সেগুলো নির্বাচনী আচরণ-সংক্রান্ত। নির্বাচনের মাঠে কেউ যদি কোনো অপরাধ করে যেমন মনোনয়নপত্র দাখিলের সময়, নির্বাচনী প্রসেস শুরুর সময়, কাউকে মারধরের ফলে, কাউকে গুলি করে আহত করা, ভোটকেন্দ্রে অরাজক অবস্থা তৈরি করে আচরণবিধি লঙ্ঘন করা।  এসব ক্ষেত্রে নির্বাচন-সংক্রান্ত বিধিতে মনোনয়নপত্র বাতিল করা যায়। এখনো সে অবস্থাই তৈরি হয়নি। খালেদা জিয়া এখন কারাগারে। তার দ্বারা এসব কোনো অপরাধে জড়িত হওয়ার সুযোগ নেই। সুতরাং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলেরও কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে আপিলের শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নপত্রই বাতিল করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১