বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৮

ওমরাহ করতে গেলেন সুজানা

অভিনেত্রী ও মডেল সুজানা জাফর সংগৃহীত ছবি


মা ও ভাইকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেলেন অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। গতকাল রোববার দিবাগত রাত পৌনে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে  সেখানে রওনা দেন তিনি। ঢাকা ছাড়ার আগে সুজানা জানান, তার সঙ্গে আছেন মা আনোয়ারা বেগম ও ভাই আনোয়ার হোসাইন।

সুজানা বলেন, ‘এবারই প্রথম ওমরাহ পালনে যাচ্ছি। সঙ্গে পুরো পরিবার আছে। আব্বাকে নিয়ে ওমরাহ হজ পালনের ইচ্ছে ছিল। কিন্তু তিনি বেঁচে নেই। থাকলে সবচেয়ে আনন্দিত হতেন তিনি।’

ওমরাহ পালন শেষে সুজানা দেশে ফিরবেন ২০ ডিসেম্বর। দেশে ফেরার কয়েক দিন পর আবার দুবাই যাবেন তিনি। এদিকে সম্প্রতি বেশ কিছু কাজ করেছেন এই মডেল। সর্বশেষ তিনি বালামের গানে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘হঠাৎ’। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার ও সেন্টমার্টিনে গানটির জন্য দৃশ্যধারণ হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১