বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৮

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতির উপর হামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


নাটোরে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমসের উপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। আজ সোমবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান জানান, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বহিঃস্কৃত সভাপতি শাহরিয়ার হোসেন রিয়ন তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ার জেরে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমসের উপর হামলা করে আহত করে। এই মামলা থেকে বাঁচতে রিয়ন তার খালাকে দিয়ে জেমসের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করিয়ে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করা হয়। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে বিতর্কিত করতে এমন অভিযোগ আনা হয়েছে যা উদ্দেশ্য প্রণোদিত। জেমস চাঁদাবাজির সাথে জড়িত নয়। তারা তদন্ত করে এর বিচার দাবী করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিবুল আলম খান, অনিক আহমেদসহ অন্যান্যরা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১