বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৮

রায়পুরা হানাদারমুক্ত দিবস উপলেক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


নরসিংদীর রায়পুরায় হানাদারমুক্ত দিবস উপলক্ষে এক বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ সোমবার সকালে রায়পুরা উপজেলা কমপ্লেক্সে এ বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে শ্রীরামপুর, রায়পুরা বাজার হয়ে রায়পুরা উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়। র‌্যালীটিতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে রায়পুরা উপজেলা কমপ্লেক্সের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালিব পাঠান, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ সামছুল হক, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ পনির হোসেন, ডেপুটি কমান্ডার আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক রাজিবুল্লাহ্ খান রাজু প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধের সময় তোমাদের জন্ম হয়নি। তাই তোমাদের মনে একটা আক্ষেপ যদি তখন তোমাদের জন্ম হতো তাহলে তোমরা জাতির সূর্য সন্তানের মর্যাদা পেতে। সেই সূর্য সন্তানের মর্যাদা পেতে আজকে তোমাদের সময় এসেছে। সামনে সংসদ নির্বাচনে প্রায় আড়াই কোটি নতুন ভোটার। তোমরা বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট দিয়ে জাতির কল্যানে অংশ নিতে পারো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১