আপডেট : ১০ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ৩৫ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর-১ আসনে ৭ জন, চাঁদপুর-২ আসনে ৬ জন, চাঁদপুর-৩ আসনে ৭ জন, চাঁদপুর-৪ আসনে ৯ ও চাঁদপুর-৫ আসনে ৬ প্রার্থী রয়েছে। আজ সোমবার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খানেরে কাছ থেকে তাদের প্রতীক গ্রহণ করেন। চাঁদপুর-১ (কচুয়া)আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মহিউদ্দীন খান আলমগীর নৌকা প্রতীক, বিএনপি প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক এ কে এস এম শহীদুল ইসলাম মোটরগাড়ী কার, এমদাদুল হক রুমন জাতীয় পার্টি লাঙ্গল, ইসলামী ফ্রন্ট প্রার্থী নুরুল আলম মজুমদার মোমবাতি, ইসলামী আন্দোলনের প্রার্থী জোবায়ের আহমেদ হাত পাখা এবং গণফোরামের আজাদ হোসেন উদিয়মান সূর্য প্রতীক পেয়েছেন। চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন রুহুল নৌকা, বিএনপি প্রার্থী ড. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির এমরান হোসেন লাঙ্গল, ইসলামী আন্দোলন আসরাফ উদ্দিন হাত পাখা মার্কা, ইসলামী ঐক্যজোটের মো. মনির হোসেন চেধৈুরী মিনার মার্কা ও মুসলীম লীগের নুরুল আমিন লিটন হারিকেন মার্কা পেয়েছেন। চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনি নৌকা প্রতীক, বিএনপি দলীয় প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলননের দলীয় প্রার্থী মো. জয়নাল আবেদীন হাতপাখা মার্কা, জাকের পার্টির দেওয়ান কামরুনন্নেসা গোলাপ ফুল মার্কা, বাসদের দলীয় প্রার্থী শাহজাহান তালুকদার মার্কা মই মার্কা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. আজিজুর রহমান কোদাল মার্কা ও তরীকত ফেডারেশনের প্রার্থী মো. মিজানুর রহমান ফুলের মালা প্রতীক পেয়েছেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান নৌকা, বিএনপির এম এ হান্নান ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী মাইনুল ইসলাম লাঙ্গল মার্কা, ইসলামী আন্দোলনের মকবুল হোসেন হাতপাখা মার্কা, বাসদের আনিসুজ্জামান ভূঁইয়া মই মার্কা, ন্যাশনাল পিপলস পার্টির দেলোয়ার হোসেন পাটওয়ারী আম মার্কা, জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী গোলাপ ফুল মার্কা, ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক মোমবাতি মার্কা ও মুসলীম লীগের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান ভূঁইয়া হারিকেন মার্কা প্রতীক পেয়েছেন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) আসনে আওয়ামী লীগের মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম নৌকা, বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক ধানের শীষ প্রতীক, ইসলামী ফ্রন্টের আলহাজ্ব আবু সুফিয়ান আল কাদেরী মোমবাতি মার্কা, ইসলামী আন্দোলনের প্রার্থী শাহাদাত হোসেন হাতপাখা মার্কা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চেয়ার মার্কা ও জাকের পার্টির প্রার্থী ওয়াহেদ মোল্লা গোলাপ ফুল মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১