আপডেট : ১০ December ২০১৮
অবশেষে চার টেকনোক্র্যাট মন্ত্রীর আনুষ্ঠানিক বিদায় হচ্ছে। নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের সময় পদত্যাগপত্র জমা দেওয়ার এক মাসেরও বেশি সময় পর তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। চার মন্ত্রীর পদত্যাগের ফাইলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুমোদন দেওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়টি গতকাল রাতে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব রাত ৯টার দিকে বলেন, চার মন্ত্রীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এরপর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন ওয়েবসাইটে দেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, গতকাল (রোববার) রাত ১০টার মধ্যেই তা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, চট্টগ্রামে তিন দিনের সফর শেষে গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে ফেরেন। তবে সন্ধ্যার আগে থেকেই মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (বিধি ও সেবা) সফিউল আজিম বঙ্গভবনে গিয়ে অপেক্ষা করতে থাকেন। রাষ্ট্রপতি ফাইল অনুমোদন করলে ওই যুগ্ম সচিব ফাইলসহ মন্ত্রিপরিষদ সচিবের বাড়িতে চলে যান। গত ৬ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন। ওইদিনই বিকাল থেকে সন্ধ্যার মধ্যে চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর তারা আর দায়িত্বে নেই বলে ধরে নিয়েছিলেন এই চার মন্ত্রী। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১