আপডেট : ১০ December ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্লভ হরিয়াল পাখি। বর্তমানে পাখিটির উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাঠিয়েছেন অদিতি দেব নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গতকাল সকালে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পাখিটি হস্তান্তর করা হয়। এ সময় অদিতি দেব জানান, গত বুধবার বাড়ির পাশের গাছের নিচে তিনি হরিয়াল পাখিটিকে পড়ে থাকতে দেখেন। সে সময় তিনি পাখিটি বাড়ি নিয়ে গিয়ে এর সেবা ও প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু পাখিটির আরো উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই তিনি আজ (গতকাল) সকালে হরিয়ালটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকদের কাছে তুলে দেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন, বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। সুস্থ হয়ে উঠলে মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে। তিনি আরো জানান, হরিয়াল কবুতর জাতীয়, ফলভোগী বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো সুদর্শন। এক সময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে প্রচুর দেখা যেত, তবে আবাসস্থল সঙ্কটে এখন আর সেভাবে নজরে পড়ে না। বিশ্বে মোট ২৩ প্রজাতির হরিয়াল রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১