বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৮

ইমন-সারিকার ‘ঘাস ফড়িংয়ের প্রেম’


‘ঘাস ফড়িংয়ের প্রেম’ শিরোনামের একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইমন ও সারিকা। নাটকটি পরিচালনা করেছেন এসএম তারেক রহমান। বিশ্ব ভালোবাসা দিবসের জন্য নির্মিত এ নাটকে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, মুনিরা মিঠু প্রমুখ।

গল্পে দেখা যাবে ইমন ও সারিকা দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মারুজুক রাসেল ইমনের খুব কাছের বড় ভাই। তিনি একজন নামকরা চিত্রশিল্প। দুজনে একসঙ্গে থাকেন। মারজুক রাসেল প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর এখনো বিয়ে করেননি। দীর্ঘ ১৭ বছর পর মায়ের অনুরোধে বিয়ে করতে রাজি হন। মজার বিষয় হলো মারজুক রাসেল যে মেয়েটিকে দেখার জন্য যাবেন সেই মেয়েটি হলো তার বিশ্ববিদ্যালয়ের। মারজুকের বয়সের জন্য সারিকা তাকে প্রত্যাখ্যান করেন। মারজুক তখন বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেন। দিন এবং সময়ের ব্যবধানে ইমন ও সারিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এগিয়ে চলে ‘ঘাস ফড়িংয়ের প্রেম’ নাটকের গল্প।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আমি অল্প কিছু নাটক করি। যেসব নাটকে তাড়াহুড়া নেই, গল্প ভালো, লোকেশনের মধ্যে বৈচিত্র্য আছে সেসব নাটকে কাজ করি। তেমনই একটি নাটক এটি। নাটকের গল্পের মধ্যে নতুনত্ব আছে। ভার্সিটির দৃশ্য করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। পূর্বাচল, উত্তরায় মনোরম জায়গায় ভিন্ন ভিন্ন দিন শুটিং হয়েছে। সব মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১