বাংলাদেশের খবর

আপডেট : ১০ December ২০১৮

প্রার্থিতা ফিরে পেতে দৌড়ঝাঁপ হাইকোর্টে

হাইকোর্ট সংরক্ষিত ছবি


নির্বাচন কমিশনের ওপর ভরসা শেষ। প্রার্থিতা ফিরে পেতে এখন শেষ ভরসা হাইকোর্ট। তাই রুদ্ধশ্বাসে হাইকোর্টে ছুটছেন নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা বাতিল হওয়া সম্ভাব্য প্রার্থীরা। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে উচ্চ আদালত অঙ্গনজুড়ে ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার দৌড়ে থাকা ব্যক্তিদের দৌড়ঝাঁপ। একই সঙ্গে ছিল তাদের কর্মী-সমর্থকদের ছোটাছুটি। প্রার্থিতা প্রত্যাশীদের পক্ষের আইনজীবীদেরও কেটেছে রুদ্ধশ্বাস প্রহর।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চের সামনে ভিড় লেগেছিল বিকাল অবধি। আর প্রতি মুহূর্তের আপডেট জানাতে তৎপর ছিলেন গণমাধ্যমকর্মীরা। হাইকোর্টের আদেশ পেয়ে কোনো কোনো রিটকারী ফিরেছেন উচ্ছ্বসিত হয়ে। হতাশ হয়ে কেউ ফিরেছেন বিরস বদনে। আজ সোমবারও একই চিত্রের দেখা মিলবে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থিতা ফিরে পেতে এক এক করে রিট করছেন সম্ভাব্য প্রার্থীরা।

এর ধারাবাহিকতায় গতকাল সকালে পৃৃথক রিট করেন ৮ প্রার্থী। আজ সোমবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। রিটকারী ৮ প্রার্থী হলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী। তিনি চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। রিটকারী অন্যরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গণফোরাম প্রার্থী খন্দকার ইকবাল আহমেদ, টাঙ্গাইল-৮ আসনে জাতীয় পার্টি প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম, নীলফামারী-৩ আসনের বিএনপি প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী তৌহিদুল ইসলাম ও বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী সরকার বাদল। এর আগে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপির তিন প্রার্থী হাইকোর্টে রিট করেন। তারা হলেন নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ময়মনসিংহ-৪ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেন ও খাগড়াছড়ি-২ আসনের ওয়াদুদ ভূঁইয়া।

এ ছাড়া পটুয়াখালী-১ আসনের মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বিশেষ সহকারী রুহুল আমীন হাওলাদারও রিট করেছেন। একই প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমও।

এদিকে এক রিটের পরিপ্রেক্ষিতে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের প্রার্থিতা বৈধ ঘোষণা করে কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তফসিল অনুযায়ী, গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র জমা পড়েছিল ৩ হাজার ৬৫টি। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া ২৪৩ জন ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। টানা ৩ দিন শুনানির শেষদিন গত শনিবার ৮৫ জন প্রার্থিতা ফিরে পান। প্রথম দিন বৃহস্পতিবার শুনানিতে ৮০ জন প্রার্থিতা ফিরে পান। দ্বিতীয় দিন শুক্রবার পান ৭৮ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল গতকাল। আজ প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১