আপডেট : ০৯ December ২০১৮
সুনামগঞ্জের ধর্মপাশার নৌ-পথে অবৈধভাবে নিয়ে আসা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সামগ্রীসহ দুইটি ট্রলার জব্দ করেছে পুলিশ। এসময় এক অবৈধ ব্যাবসায়ীসহ দুই ট্রলার চালককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সুখাইড়-রাজাপুর দক্ষিণ ইউনিয়নাধীন কংস নদীর গুলুয়া নামক স্থান থেকে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রী বোঝাই করা ওই দুইটি ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলা সদরের নারায়ণ তলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে চিহ্নিত কালোবাজারী আবুল হোসেন (৭০), জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ গ্রামের চেরাগ আলীর ছেলে ট্রলার চালক লিমন মিয়া (১৮) ও একই গ্রামের মো. জহির মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেনের নেতৃত্বে একটি কালোবাজারী চক্র দীর্ঘদিন ধরেই গোপনে এ উপজেলার বিভিন্ন নৌ-পথে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী এনে তা ধর্মপাশা ও পাশের মোহনগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। পাশাপাশি পুলিশও ওই কালোবাজারী চক্রটিকে মালামালসহ ধরার চেষ্টা চালিয়ে আসছিল। এ অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় ছোট দুইটি ট্রলার যোগে সুনামগঞ্জ থেকে সুরমা, ধনু নদী হয়ে উপজেলার কংস নামক নৌ-পথের গুলুয়া নামক স্থানে এসে পৌঁছেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রী বোঝাই ওই দুইটি ট্রলার আটক করে থানায় নিয়ে আসা হয় । এসময় আবুল হোসেন নামে এক কালোবাজারীসহ তিনজনকে আটক করা হয়। ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, থানায় জব্দকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার ৫৫২ টাকা ধরা হয়েছে। এ ব্যাপারে ওইদিন রাত ১২ টার দিকে থানার এএসআই আব্দুল্লাহ্ বাদি হয়ে আটক তিন ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ রবিবার দুপুরে আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১