বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৮

গুলশানে মহাসচিবের গাড়ি ভাঙচুর, নয়াপল্টনে তালা

বিএনপির মনোনয়ন না পাওয়ার ক্ষোভ

গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে গতকাল মনোনয়নবঞ্চিত তিন নেতার সমর্থকরা হামলা চালায় ছবি : বাংলাদেশের খবর


ঘরের আগুনে পুড়ছে বিএনপি। ফুঁসে উঠছেন মনোনয়নবঞ্চিতরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপসহ মারামারির ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে মনোনয়নবঞ্চিতের কর্মী-সর্মথকদের ক্ষোভ আরো বাড়ে। উত্তেজনায় তারা ভাঙচুর করে গুলশান কার্যালয়ে রাখা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি। মারদোর করে চালক হেলালউদ্দিনকে। বার বার কর্মী-সমর্থকদের সরে যেতে বলা হলেও গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করতে থাকে তারা। মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকদের উত্তেজনার মুখে মনোনয়ন বোর্ডের সদস্যরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে কার্যালয় থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। গতকাল শনিবার নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে এসব ঘটনা ঘটে। এ ছাড়া গোপালগঞ্জে প্রার্থীর কুশপুতুলে আগুন, মুন্সীগঞ্জে ঝাড়ু মিছিল, ছাতকে বিক্ষোভসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। গত দুদিনে নিজ দল ও জোটের মধ্যে ক্ষোভের দানা পাহাড়ে পরিণত হয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গিয়ে গলদঘর্ম বিএনপির হাইকমান্ড। তোপের মুখে পড়ার শঙ্কায় দলটির মনোনয়ন বোর্ডের সদস্যদের।

আজ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোট হবে ৩০ ডিসেম্বর।

জোটের শরিক ও বিএনপির একাধিক নেতার মন্তব্য, প্রার্থী তালিকা তৈরির সময় বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি বিএনপি। তাই অনুকূল পরিবেশ যাচ্ছে প্রতিকূলে। এভাবে চলতে থাকলে দলে চেইন অব কমান্ড নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে তাদের শঙ্কা। এদিকে গুলশানে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুসারীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়। বেঁধে দেওয়া এই ১২ ঘণ্টার মধ্যে চাঁদপুর-১ আসনের মনোনয়ন পরিবর্তন করে মিলনকে প্রার্থী করার দাবিতে গতকাল দুপুর সোয়া ২টায় গেটের তালা খুলে দেওয়া হয়।

এর আগে দুপুর পৌনে ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন মিলন-সমর্থকরা। বিএনপির এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিলনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান। সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন থেকে হুমকি দেওয়া হয় মিলনকে মনোনয়ন দেওয়া না হলে একযোগে পদত্যাগ করবেন কয়েক হাজার নেতাকর্মী।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দ্বিতীয় তলায় দলটির প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। বারান্দা থেকে মাইকিং করা হয় দলীয় টিকেটপ্রাপ্তদের নাম। এ সময় মিলন-সমর্থক নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে বঞ্চিত নেতার পক্ষেও স্লোগান দেওয়া হয়।

সন্ধ্যা ৬টার দিকে বঞ্চিত প্রার্থীর কর্মী-সমর্থকরা স্লোগান দিয়ে কার্যালয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। ইটপাটকেলের আঘাতে কার্যালয়ের দোতলার কাচ ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শী ছাত্রদল নেতা ইকরামুল হাসান বাংলাদেশের খবরকে জানান, মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অ্যাভোকেট তৈমূর আলম খন্দকার (নায়ায়ণগঞ্জ-১) ও সেলিমুজ্জামান সেলিমের (গোপালগঞ্জ-১) কর্মী-সমর্থকরা এ হামলা চালান। তারা কার্যালয়ের বাইরে থেকে ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। তারা থেমে থেমে ইটপাটকেল ছোড়েন এবং গেটে লাথি মারেন। এ সময় ওই কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন। হামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন মোহম্মদ শাহ আলম ফারুক আহত হন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বাংলাদেশের খবরকে বলেন, আমরা আন্দোলন এবং প্রতিবাদের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু কোনো উপায় না পেয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতেই সরকারি দলের লোকেরা এ হামলা চালায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১