বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৮

মাসুদ উদ্দিনকে আসন ছাড়লেন রহিম উল্যাহ

ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য রহিম উল্যাহ সংরক্ষিত ছবি


মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের বর্তমান সংসদ সদস্য রহিম উল্যাহ। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রহিম উল্যাহ বলেন, আমি নির্বাচন কমিশনে (ইসি) আমার দাখিল করা মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তাই মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী নির্বাচনে সার্বিক সহযোগিতা করতে নির্বাচনী এলাকার আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ করছি।

বর্তমান এ এমপি আরো বলেন, ‘আমি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেতনায় আওয়ামী লীগের রাজনীতি করছি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্তের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি ফেনী-৩ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমার নির্বাচনী এলাকা ফেনী-৩-এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে আপনাদের উপস্থিতিতে পূর্ণ সমর্থন করলাম।’

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমার পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও সমর্থন আছে এবং থাকবে। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে তার সব সিদ্ধান্তকে স্বাগত জানাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১