বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

বাগেরহাট জেলা জামায়াতের আমীরসহ ছয় নেতাকর্মী আটক


বাগেরহাট জেলা জামায়াতের আমীর রেজাউল করিমসহ রেজাউল করিমসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । শুক্রবার রাতে বাগেরহাট সদর, রামপাল, কচুয়া ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জেলা জামায়াতের আমির ছাড়াও অন্যরা হলেন- জামায়াত নেতা এমাদুদ্দিন,মো: মিজানুর রহমান,মনিরুজ্জামান,সগীর আকন ও বদরুজ্জামান।

তাদেরকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, জেলায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে জামায়াত এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাগেরহাট সদর, রামপাল, কচুয়া ও মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বেশ কিছু বিস্ফোরক দ্রব্যসহ জেলা জামায়াতের আমীরসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১