বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

ভোলা-৩আসনে

বিএনপি প্রার্থী মেজর হাফিজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ


ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর হাফিজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভোলা -৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।

আজ শনিবার দুপুরে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নুরুন্নবী চৌধুরী শাওন অভিযোগ করে বলেন, মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ দীর্ঘ দশ বছর ধরে এলাকায় না এসে ঢাকায় বসে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তার পরাজয় ভেবেই তিনি এই ধরনের কার্যক্রম করছেন।

তিনি আরো বলেন, মেজর হাফিজ মূলত এলাকায় আসেনা অভ্যন্তরীন কোন্দলের কারনে। তার দলীয় নেতাকর্মীরা মাঠে না থাকায় তিনি এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন। সকল দলের অংশগ্রহনে সুষ্ঠ শান্তিপূর্ন নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে লালমোহন-তজুমদ্দিনের মানুষ বিপুল ভোটের মাধ্যমে আওয়ামীলীগ কে বিজয়ী করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বজলুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১