বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

বিজেপি মুসলিমবিরোধী : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছবি : ইন্টারনেট


ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘মুসলিম এবং পাকিস্তানবিরোধী’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইমরান খান বলেছেন, ভারতের ক্ষমতাসীন দলের মানসিকতা মুসলিমবিরোধী, পাকিস্তানবিরোধী। আসন্ন নির্বাচনের কারণে ভারত দুই দেশের শান্তি আলোচনা নাকচ করে দিয়েছে। আশা করছি, নির্বাচনের পর আমরা আবার ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে পারব।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ব্যাপারে ইমরান বলেন, মুম্বাইয়ে বোমা হামলাকারীদের বিচারের কাজ করতে চাই। আমি ওই হামলা মামলার ব্যাপারে খোঁজ-খবর নিতে আমাদের সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইমরান খান ভারতকে শান্তি আলোচনার প্রস্তাব দেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক আয়োজনের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। ভারত শুরুতে সেই প্রস্তাবে রাজি হলেও পরে জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা সদস্যের মৃত্যুর পর আলোচনায় বসবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১