বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

বিএনপি চেয়ারপারসনের ভাগ্য নির্ধারণ আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফাইল ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা তা জানা যাবে আজ শনিবার।

নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে আজ। এর পরই জানা যাবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এদিকে, কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। তবে তার আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।

নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া এমনটা আশা করছেন তার আইনজীবীরা।

এর আগে খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়।

তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

আজ তার আপিল আবেদন নিষ্পত্তি করার কথা। দুপুরের দিকে খালেদা জিয়ার শুনানি হতে পারে।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১