আপডেট : ০৮ December ২০১৮
প্রতিনিয়তই নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এর আগে কেনাকাটা করার জন্য একাধিক ফিচার থাকলেও এবার ভিডিও শপিং ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, এ ফিচারের মাধ্যমে লাইভ ভিডিওতে বিভিন্ন পণ্য সম্পর্কে তুলে ধরতে পারবে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। ক্রেতারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারের মাধ্যমে নির্দিষ্ট পণ্যের বিষয়ে কথা বলতে পারবেন বিক্রেতার সাথে। পণ্য কেনার জন্য মেসেঞ্জারের মাধ্যমেই মূল্য পরিশোধ করতে পারবেন ক্রেতারা। ফেসবুক জানিয়েছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। থাইল্যান্ডের কিছু বাছাই করা পেজ আপাতত এ সুবিধাটি পাচ্ছে। এ সুবিধা পাওয়া বিক্রেতারা বলছেন, ফেসবুক পেজে শুধু পণ্যের ছবি দিয়ে ক্রেতাদের সামনে তুলে ধরার চেয়ে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরলেই বরং ক্রেতাদের বেশি আকৃষ্ট করা সম্ভব। ফেসবুক এখন ফিচারটির বিষয়ে এসব পেজ কর্তৃপক্ষের কাছ থেকে মতামত গ্রহণ করছে। ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলে এর মাধ্যমে ফেসবুকের আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১