আপডেট : ০৭ December ২০১৮
জিয়া সাইবার ফোর্সের মহাসচিব কে এম হারুন অর রশিদকে আটক করেছে র্যা ব। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করার অভিযোগে তাকে আটক করা হয়। রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে র্যাব-৩। শুক্রবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লে. কমান্ডার আশেকুর রহমান জানান, দীর্ঘদিন নজরদারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রচারণার দায়ে হারুনকে আটক করা হয়। তিনি বলেন, আটক হারুন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিলেন। আটককৃত হারুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১