বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০১৮

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত


একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে।  আজ শুক্রবার দুপুরে প্রার্থী ঘোষণার কথা ছিল।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারি হামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার তারিখ পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ বিকেল ৩টায় তারা ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করবে। সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হয়।

এর আগে গতকাল রাতে বিএনপি প্রার্থী ঘোষণা করার কথা থাকলে ঐক্যফ্রন্টের আপত্তির কারণে বাতিল করা হয়।

উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলীয় জোট এবার জাতীয় ঐক্যফ্রন্টের জোটভুক্ত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এ জোটের বাকি শরিক দলগুলো হচ্ছে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১