আপডেট : ০৭ December ২০১৮
সম্প্রতি শেষ হলো গোলাম সোহরাব দোদুল পরিচালিত চলচ্চিত্র ‘সাপলুডু’র চিত্রায়ণ। চিত্রগ্রহণকালে একা ছবিও প্রকাশ করেননি এর নায়িকা বিদ্যা সিনহা মিম। কারণ হিসেবে বলেছেন, দর্শকের জন্য চমক থাকছে এ ছবিতে। ছবি প্রকাশ করলে সেই চমক ফাঁস হয়ে যেতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের মাধ্যমে শেষ হয়েছে টানা ৩১ দিন ‘সাপুলডু’ চলচ্চিত্রের চিত্রধারণ। নির্মাতা গোলাম সোহরাব দোদুল জানালেন, আসছে বৈশাখেই চলচ্চিত্রটি মুক্তি দিতে চান তিনি। বাংলাদেশ সীমান্তের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে চলচ্চিত্র সাপলুডু’র গল্প। ‘অ্যাকশন থ্রিলার’ চলচ্চিত্রটিতে থাকছে রোমান্সও। ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে নানা ধাপে চলচ্চিত্রটির শুটিং শেষ হলো। গণমাধ্যমের অগোচরেই শুটিং করার কৌশল নিয়েছিলেন নির্মাতা দোদুল। বিদ্যা সিনহা মিম বলেন, এ ছবির শুটিং চলাকালীন একটি ছবিও আমি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করিনি। দর্শকের মতো আমরাও অপেক্ষা করব বড়পর্দায় নিজেদের দেখার। একটা কথা শুধু বলতে চাই, এ ছবির হিরো হচ্ছে এ ছবির গল্প। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ। আরো অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসানসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১