আপডেট : ০৭ December ২০১৮
বিকল্প ধারাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। আজ শুক্রবার (৭ ডিসেম্বর) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) মান্নানের হাতে মাহীসহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্প ধারার মহাসচিব বলেন, ‘আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাবো বলে আশা করছি।’ উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৮ নভেম্বর। বাছাইয়ের শেষ তারিখ ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১