আপডেট : ০৬ December ২০১৮
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার ঢাকায় নির্বাচন কমিশনের আপিলে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আলাউদ্দিন মৃধা জানান, জেলা রির্টানিং কর্মকর্তা ঋণ খেলাপীর দায়ে তার দলীয় মনোনয়নটি বাতিল করেছিলেন। বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়। তিনি বলেন, এখন থেকে দলের সব পর্যায়ের নেতা-কর্মীসহ নির্বাচনী এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলনেই এবং পরিবর্তনের দাবীতে নির্বাচন করছেন তিনি। এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১