বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০১৮

মাদরাসা সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ


পটুয়াখালীর কলাপাড়ার উমিদপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. তোফাজ্জেল হোসেনের মেধাবৃত্তির ১৫৭৫ টাকা গত ১৬ জুন উত্তোলন করা হলেও মাদরাসার সুপার মো. হাবিবুল্লাহ তাকে জানায় টাকা আসেনি।

শিক্ষার্থীর পিতা মো. হানিফ হাওলাদার লিখিত অভিযোগে জানান, মাদরাসার সুপার তার ছেলের টাকা আত্মসাত করেছে, যার প্রমান বৃত্তির টাকা উত্তোলনের গেজেট। অথচ সুপার তাকে জানিয়েছেন টাকা আসেনি, আসলে দেয়া হবে। মাত্র ১৫৭৫ টাকা আত্মসাতের জন্য একজন মাদরাসার সুপার এহেন মিথ্যা কথা বলবে বিষয়টি নিন্দনীয়। তিনি এ অনিয়মের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এ ব্যাপারে মাদরাসা সুপার মো. হাবিবুল্লাহ জানান, টাকা উত্তোলন করা হলেও পরে মাদরাসা থেকে পাঠিয়ে দেয়া হয়েছে। আত্মসাত করা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১