আপডেট : ০৬ December ২০১৮
ঘটা করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের রিসিপশন অনুষ্ঠানও শেষ হয়েছে এরই মধ্যে। এবার বাকি মধুচন্দ্রিমা। নবদম্পতিও আছেন তারই অপেক্ষায়। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে। কোথায় মধুচন্দ্রিমা করবেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি- এমন প্রশ্নের উত্তর জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয়াঙ্কার ভক্তরা। ভারতীয় গণমাধ্যমে সূত্রে জানা গেছে, মধুচন্দ্রিমার স্থান এখনো নির্ধারণ করেননি নবদম্পতি। স্ত্রীকে নিয়ে অচেনা কোনো জায়গায় যেতে চান নিক জোনাস। আর এজন্য বড়দিনের ছুটিকে কাজে লাগাতে চান নিক। মধুচন্দ্রিমা শেষে জানুয়ারিতে শহরে ফেরার ইচ্ছা তার। একসঙ্গে থেকে নতুন বছর শুরু করার ইচ্ছা নিক ও প্রিয়াঙ্কার। এদিকে মধুচন্দ্রিমা শেষে পুরোদমে কাজে ফিরতে চান প্রিয়াঙ্কা। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানান, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির বাকি অংশের কাজ শুরু করার ইচ্ছা আছে। মধুচন্দ্রিমা শেষে পরিচালককে শিডিউল দেবেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১