বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

অবসর নিচ্ছেন মোহাম্মদ হাফিজ

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ছবি : ইন্টারনেট


আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাফিজ বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্টটি খেলেই তিনি অবসর নেবেন। সিরিজের শেষ টেস্টটি চলছে আবু ধাবিতে।

২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সূচনা মোহাম্মদ হাফিজের। ৩৮ বছর বয়সি এই পাক অলরাউন্ডার মোট ৫৫টি টেস্ট খেলে করেছেন ৩৬৪৪ রান। রয়েছে ১০টি টেস্ট সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। ব্যাটসম্যান হিসেবে তার রানের গড় ৩৮.৫৫। পাশাপাশি অফ-ব্রেক বোলার হিসেবে নিয়েছেন ৫৪ উইকেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১