আপডেট : ০৫ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার খালেদা জিয়ার মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তার তিন আইনজীবী। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে গত দুই দিনে ৩১৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। আজ আপিলের শেষ দিনে খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে আবেদন হলো। কারাবন্দি খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে রোববার তিনটি আসনেই তা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। ফেনী-১ আসন ও জিয়া পরিবারের আসন বলে পরিচিত বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনেরও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপি নেতা ও আইনজীবী কায়সার কামাল আপিল শেষে আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘অন্যায়ভাবে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে, তাহলে খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ হবে বলে আমরা আশা করছি।’ তিনি বলেন, জাতি একটা অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষা করছে। খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে প্রহসনের নির্বাচন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১