আপডেট : ০৫ December ২০১৮
আইনের শাসন ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। একই সঙ্গে সংগঠনটি নির্বাচনের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেফতার করা আইনজীবীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে গতকাল দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী শাহ মো. খসরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অ্যাডভোকেট সামসুল জালাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার ও ব্যারিস্টার আনামুল হক, মিজানুর রহমান, আবুল কাশেম রাজু, সায়মা খান প্রমুখ। সংবাদ সম্মেলনে শাহ মো. খসরুজ্জামান বলেন, ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক-তৃতীয়াংশ সদস্য আইনজীবী ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এ সংখ্যা কমতে কমতে এখন কতিপয় আইনজীবীদের মধ্যে সীমিত হয়ে পড়েছে। আইনজীবীদের জায়গা দখলে নিয়েছে দেশের ব্যবসায়ীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১