আপডেট : ০৫ December ২০১৮
প্রশ্নোত্তরবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট কোরার দশ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সার্ভারে অনুপ্রবেশের মাধ্যমে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। মোট ব্যবহারকারীর প্রায় অর্ধেকের তথ্যই এখানে আছে বলেও জানিয়েছে কোরা কর্তৃপক্ষ। গতকাল এ ঘটনার কথা জানানো হলেও গত সপ্তাহে বিষয়টি কোরার নজরে আসে। এ বিষয়ে আরও তথ্য উদঘাটনে কাজ চলছে। হাতিয়ে নেওয়া তথ্যের মধ্যে আছে ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা, এনক্রিপ্টেড পাসওয়ার্ড, লিংকড ইন থেকে পাওয়া ব্যক্তিগত বিভিন্ন তথ্য। কোরার প্রধান নির্বাহী অ্যাডাম ডি অ্যাঞ্জেলো হ্যাকিংয়ের বিষয়ে জানান, হ্যাকার যেসব তথ্য চুরি করেছে, তার বেশিরভাগই ইতোমধ্যেই কোরায় প্রকাশিত হয়েছে। কিন্তু অ্যাকাউন্ট ও অন্যান্য ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়টি বেশ মারাত্মক। আক্রান্ত হয়েছে, এমন ব্যবহারকারীদের সুরক্ষায় ইতোমধ্যেই কিছু ব্যবস্থা গ্রহণ করেছে কোরা। তাদের সবাইকে লগআউট করা হয়েছে। এছারা পুরনো পাসওয়ার্ড বাতিল করে তাদের সবাইকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার জন্যও বলা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে জনপ্রিয় এ ওয়েবসাইটটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১