বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

মৃত ইসহাক আলী ছবি : বাংলাদেশের খবর


নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী (৭০)। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এ সময় তার গাড়িচালকও আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, নজিপুর সদর থেকে ইসহাক আলী রাত সোয়া ৯টার দিকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে গাড়ি থেকে নামার সময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ইসহাক আলী ও তার গাড়িচালক দুলাল হোসেনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুজনের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে। গাড়িচালক আহত দুলাল হোসেনকে (৪২) পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১