বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০১৮

২৪ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

লোগো বাংলাদেশে ব্যাংক


আসছে ২০১৯ সালে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে ২৪ দিন। এর মধ্যে ধর্মীয় দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও তা চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে। গতকাল মঙ্গলবার আগামী বছরের জন্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনাটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী বছর সব মিলিয়ে মোট ২৪ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান। তবে সাপ্তাহিক ছুটি এর আওতায় আসবে না।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০১৯ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। ফলে ওই দুইদিন আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১