আপডেট : ০৪ December ২০১৮
মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, এবারের সংসদ নির্বাচনে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ঝাপিয়ে পড়ে নৌকার পক্ষে কাজ করুন। নৌকা মার্কা শুধু নির্বাচনের প্রতীক নয়, উন্নয়নের প্রতীকও। আপনারা ঘরে ঘরে গিয়ে মিলেমিশে সবার কাছে ভোট চাইবেন। বিশেষ করে নতুন উদ্বুদ্ধ করতে হবে এবং নিরপেক্ষ ভোটারদের কাছে বেশি বেশি করে যাবেন। মনে রাখবেন, এবার আওয়ামী লীগ জয়ী না হলে ২০০১ সালের মতো দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। আজ মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে কর্মপন্থা নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান। সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, উপদেষ্টা আবদুর রশিদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল নিপু ফকির প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১