বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

পার্বতীপুরে ইটভাটার মালিককে জরিমানা


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এঅার ব্রিকস নামে এক ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অাজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেহানুল হক ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই সৈয়দপুর এলাকার এঅার ব্রিকস ইটভাটায় জ্বালানি হিসেবে প্লাস্টিক ব্যবহার করায় ধোঁয়া ও গন্ধে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা অনুযায়ী ইটভাটায় প্লাস্টিক জ্বালানি হিসেবে ব্যবহার করার দায়ে মালিক অাব্দুরর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১