আপডেট : ০৪ December ২০১৮
                                
                                         টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে বিবদমান দু’পক্ষের সংঘর্ষের জের ধরে পার্বতীপুর শহরের শহীদ মিনার সংলগ্ন মসজিদে তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা যোবায়ের গ্রুপের সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে বাবা-ছেলেসহ উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সাদ সর্মথক নুরনবী (৫৫) শহরের আবাসিক লাকি বোডিং এর মালিক, আকতার হোসেন (৬৫) ও তার ছেলে মাওলানা যোবায়ের আহমেদের সর্মথক যোবায়ের হোসেন (২৬)। স্থানীয়রা জানায়, গত সোমবার সকালে ঢাকার সাভার থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর সর্মথক ১৮ মুসল্লি শহীদ মিনার সংলগ্ন মসজিদে ওঠেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তাবলিগ জামাতের মাওলানা যোবায়ের আহমেদের ৬০ থেকে ৭০ সর্মথক এসে সাদ সর্মথকদের মসজিদ থেকে বের হয়ে যাওয়ার দাবী জানান। এতে উভয় পক্ষে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ পাহারায় সাদপন্থীদের ঢাকাগামী নৈশ কোচে তুলে দেওয়া হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংঘর্ষের সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মসজিদে অবস্থানরত সাদপন্থীদের রাতেই ঢাকাগামী নৈশ কোচে তুলে দেয়া হয়। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১