আপডেট : ০৪ December ২০১৮
উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর নাচ ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। টি-১০ লিগের সেমিফাইনাল ম্যাচে একটি ক্যাচ নেওয়ার পর এই বিশেষ ধরনের সেলিব্রেশনটি করেছেন তিনি। তার এই সেলিব্রেশনের নাম দেওয়া হয়েছে ‘চিকেন ডান্স’। শনিবার শারজায় টি-১০ লিগের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল মারাঠা আরাবিয়ান ও বেঙ্গল টাইগারস। সেই ম্যাচে মারাঠা আরাবিয়ানসের হয়ে মাত্র দুই ওভার বল করে ১৬ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ব্রাভো। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে কট অ্যান্ড বোল্ড করার পর চিকেন নাচ নেচেছেন তিনি। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৩৫ রান তোলে বেঙ্গল টাইগারস। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মারাঠা আরাবিয়নস। যদিও বেঙ্গল টাইগারস ও মারাঠা আরাবিয়ানস কেউই লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। পাখতুনকে হারিয়ে ২০১৮ টি-১০ লিগ চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ওয়ারিয়রস্।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১