আপডেট : ০৪ December ২০১৮
বলিউডে সুযোগ করে দেওয়ার জন্য সালমান খানের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন ওয়ারিনা হুসেন। সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ ছবিতে অভিষেক হতে যাচ্ছে এই আফগান তরুণীর। তার বিপরীতে রয়েছেন আরেক নবাগত আয়ুশ শর্মা, যিনি সালমান খানের ভগ্নিপতি। ‘লাভযাত্রী’ পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। ওয়ারিনা বলেন, ‘সালমান খান প্রযোজিত ছবি দিয়ে অভিষেক হওয়া অবিশ্বাস্য ব্যাপার। এত বড় প্রজেক্ট, অনেক দায়বদ্ধতা আছে আমার; আর এ বিষয়ে সচেতন আমি। আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ, এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে।’ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কাবুলে এক মুসলিম পরিবারে ওয়ারিনা জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ওয়ারি। বাবা ইরাকি, মা আফগানিস্তানি। সাত বছর আগে তিনি ভারতে আসেন। ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। ওয়ারি বলেন, ‘যখন আমি প্রথম পোর্টফোলিও তৈরি করছিলাম, খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না। আজ ফের সেই একই স্থানে নিজেকে দেখছি, ছয় বছর আগে যেখানে ছিলাম। এটা আমার প্রথম ছবি এবং আমি জানি না এর কী ভবিষ্যৎ।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১