বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০১৮

নতুন দুই ফ্ল্যাটের সঙ্গে দীপু মনির সঞ্চয় বেড়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি সংরক্ষিত ছবি


বিগত ৫ বছরে সম্পদ হিসেবে নতুন দুটি ফ্ল্যাটের মালিক হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি। একই সঙ্গে তার সঞ্চয় বেড়েছে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এবারের হলফনামায় ৩০ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট আংশিক মূল্য পরিশোধ হিসেবে লেখা হয়েছে। এই স্থাবর সম্পদের বর্ণনা বিগত দশম সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামায় ছিল না।

তথ্য অনুযায়ী, ২০১৩ সালে দীপু মনির পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল ২২ লাখ ৫৪ হাজার ৮৬৩ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ টাকা। ২০০৮ সালের হলফনামায় আইন পেশা থেকে বছরে ৩ লাখ টাকা আয় করার কথা বলা হয়েছিল, যা ২০১৩ সালের হলফনামায় পেশা থেকে কোনো আয়ের কথা বলা হয়নি। এবারের হলফনামায় আইন পেশা থেকে বছরে ১২ লাখ ৫০ হাজার টাকা আয়ের কথা বলা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১