আপডেট : ০৩ December ২০১৮
রংপুর-৫ আসনে ২০ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র দ্রুত গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রংপুরের রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণ ন করার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও আইনজীবী শিশির মনির। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
আইনজীবী শিশির মনির জানান, সব প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও রিটার্নি কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এখন হাইকোর্ট এক আদেশে ওই মনোনয়নপত্র গ্রহণ করতে বলেছেন।
গত ২৮ নভেম্বর দুপুরে গোলাম রব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের কার্যালয়ে যান। মনোনয়ন দাখিলের শেষ দিনে ৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার পরও কোনো কারণ ছাড়াই রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণে অপারগতা প্রকাশ করেন। মনোনয়নপত্র গ্রহণ না করায় প্রতিকার চেয়ে গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশন থেকে এর কোনো সুরাহা না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সদ্য পদত্যাগ করা মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী। তিনি জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদকও। এ রিটের শুনানি শেষে হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১