বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৮

রেইনট্রি ধর্ষণ মামলা

প্রধান আসামি মুক্ত হওয়ায় টিআইবির উদ্বেগ

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার আসামীরা সংরক্ষিত ছবি


রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামির জামিনে মুক্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল রোববার এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ উদ্বেগ জানান।

তিনি বলেন, আদালতে চার্জ গঠনের পর প্রায় দেড় বছর পার হলেও এ মামলার বিচার নিষ্পত্তি না হওয়া উদ্বেগজনক। মামলার বিচারকাজে দীর্ঘসূত্রতার সুযোগে সম্প্রতি মামলাটির প্রধান আসামিকে বিশেষ বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। অথচ মামলার ধরন অনুযায়ী ১৮০ কার্যদিবসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই বিচার নিষ্পত্তিতে এই দীর্ঘসূত্রতা ও প্রধান আসামির জামিন  হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কতটা সহায়ক সে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে আমরা উদ্বিগ্ন এ কারণে যে, গণমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী এ বছরের মাঝামাঝি এ মামলার বিচারিক আদালত পরিবর্তন হয়েছে। অতি সম্প্রতি মামলার প্রধান আসামির জামিনের অব্যবহিত পূর্বে সংশ্লিষ্ট আদালতের বিচারককে বদলি করা হয়েছে। এ রকম বাস্তবতায় ন্যায়বিচার প্রতিষ্ঠার সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিচারকের বদলি ও তার অব্যবহিত পরই জামিনের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার ঘাটতির পরিচায়ক বলেও মনে করছে টিআইবি।

অবিলম্বে এ মামলার বিচারকাজ শেষ করে আসামিদের  দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি এর আগেও এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ন্যায়বিচার দাবি করেছে। তারই প্রেক্ষিতে এ মামলার ন্যায়বিচারের দাবির পাশাপাশি স্বর্ণ খাতের গুরুত্ব বিবেচনায় সরকারের সঙ্গে যৌথ প্রক্রিয়ায় স্বর্ণ নীতিমালা তৈরিতে অংশীজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেটির মূল উদ্দেশ্য ছিল এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু এ খাতসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনের গুরুতর অপরাধ বিচারে দীর্ঘসূত্রতা যেমন আইনের শাসনের ব্যত্যয় এবং একটি ব্যাপক আলোচিত ও নারকীয় ধর্ষণ মামলার সুষ্ঠু বিচারিক  প্রক্রিয়ার অন্তরায় তেমনি সামগ্রিকভাবে স্বর্ণ খাতের সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হবে বলে মনে করে টিআইবি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১