আপডেট : ০৩ December ২০১৮
আরো একটি আন্তর্জাতিক সম্মাননা হারাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। রোহিঙ্গা ইস্যুতে তিনি কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় ‘ফ্রিডম অব প্যারিস’ সম্মাননা বাতিল হচ্ছে তার। প্যারিসের মেয়র অ্যানা হিদালগো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে গত শুক্রবার তার এক মুখপাত্র জানান। অ্যানা হিদালগোর ওই মুখপাত্র জানান, চলতি মাসের মাঝামাঝি সিটি কাউন্সিল এ বিষয়টি চূড়ান্ত করবে। তিনি বলেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমারে বেশ কয়েক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সহিংসতা ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দ্বারা নিপীড়নের কারণে মেয়র অ্যানা হিদালগো ওই পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মেয়রের দফতর থেকে জানানো হয়েছে, গত বছর মেয়র অ্যানা মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে তার উদ্বেগ এবং তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে সেই চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। এর আগে যুক্তরাজ্যের গ্লাসগো, এডিনবার্গ এবং অক্সফোর্ড শহর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। তবে মিয়ানমারের কার্যত নেত্রী সু চির কাছ থেকে যদি ফ্রিডম অব প্যারিস অ্যাওয়ার্ড কেড়ে নেওয়া হয়, তাহলে তিনিই হবেন এই পুরস্কার হারানো প্রথম ব্যক্তি। শান্তিতে নোবেলজয়ী সু চিকে একসময় গণতন্ত্রের প্রতীক মনে করা হতো। কিন্তু রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযানের সময় তার নিষ্ক্রিয়তার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন সু চি। এসব সমালোচনার মুখে ইতোমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার ঘটনায় নিষ্ক্রিয়তার কারণে সু চিকে দেওয়া কানাডার সম্মানজনক নাগরিকত্ব এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘অ্যাম্বাসাডর অব কনসায়েন্স অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১