বাংলাদেশের খবর

আপডেট : ০৩ December ২০১৮

বাংলাদেশিদের জন্য ভারতে সুপার স্মার্টকার্ড

বাংলাদেশিদের জন্য ভারতে সুপার স্মার্টকার্ড প্রতীকী ছবি


ভারতে চিকিৎসা, ভ্রমণ, থাকা-খাওয়াসহ নানাবিধ সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশিদের জন্য চালু হয়েছে সুপার স্মার্টকার্ড। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে আসা প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ভারতে চিকিৎসার জন্য গিয়ে বাংলাদেশের কোনো নাগরিককে আর যেন প্রতারিত হতে না হয়, সে জন্যই সুপার স্মার্টকার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে বলে জানান ভারতীয় প্রতিনিধিরা। প্রতিটি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট পরিমাণের ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানান তারা। বাংলাদেশের ৬৪টি জেলায় খুব শিগগিরই সুপার স্মার্টকার্ডের তথ্যকেন্দ্র খোলার মাধ্যমে সেবার মান বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

সুপার স্মার্টকার্ডের সুবিধা জানাতে এখন বাংলাদেশে ঘুরছেন ভারতীয় নাগরিক অনির্বাণ দত্ত। তিনি জানান, সুপার স্মার্টকার্ডের আইডিয়া তারই। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতাও তিনি।

এ প্রসঙ্গে অনির্বাণ দত্ত আরো বলেন, চোর-বাটপাড়, দালালদের খপ্পরে পড়ে অনেক সময় বাংলাদেশি নাগরিকরা হয়রানির শিকার হয়ে থাকেন। সুপার স্মার্ট কার্ডের মাধ্যমে এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ভারতে গিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। একটা নির্দিষ্ট গাইড লাইন তো থাকছেই, পাশাপাশি ভ্রমণ কিংবা চিকিৎসাসংক্রান্ত কাজে এই সুপার স্মার্টকার্ড বিশেষ কাজে লাগাতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১