আপডেট : ০২ December ২০১৮
পটুয়াখালী-১ আসনে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনিসহ পটুয়াখালীতে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী এসব মনোনয়নপত্র বাতিল করেন। তবে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন বলে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন। উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে তিনজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ তিনজনের মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনির এবং ঋণ খেলাপি হওয়ায় মো. শাহজাহান খানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর ফলে এ আসনে বিএনপির হাসান মামুন এখন একমাত্র প্রার্থী রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১