বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০১৮

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

নারায়ণগঞ্জ ম্যাপ


নারায়ণগঞ্জে র‌্যাবের সাথে গোলাগুলিকে ক্রসফায়ারে পড়ে রবিউল হাসান (৩৮) নামে তালিকাভুক্ত মাদক ও অস্ত্র কারবারী নিহত হয়েছে। আহত হয়েছে র‌্যাবের দুইজ সদস্য। গতকাল রোববার ভোরে শহরের শহীদনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হাসান শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। হাসানের বিরুদ্ধে তিনটি হত্যা, তিনটি অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ২০ মামলা রয়েছে। প্রতিটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টায় শহরের শহীদনগরের মসজিদের পাশে একটি বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় দরজা খোলার জন্য নক করলে ভেতর থেকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টাগুলি ছুঁড়ে। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় একজন পরে আছে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত হয়েছে র‌্যাবের কনস্টেবল আলম ও আলামিন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েেেছ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১