আপডেট : ০২ December ২০১৮
চ্যানেল আইয়ের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ব্যান্ড ফেস্ট-২০১৮’। দেশের জনপ্রিয় ও নতুন ১৭টি ব্যান্ড দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এ উৎসব। গতকাল সকাল ১০টা ৩০ মিনিটে গিটার জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করে শুরু হয় উৎসবের। উৎসবে এলআরবি নিয়ে হাজির হন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার। ব্যান্ড ফেস্ট প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, আজকের ব্যান্ড ফেস্টে সবাই আছেন, শুধু একজন নেই। ইংরেজি দুটি অক্ষরে তার পরিচয়। এবি। পেছনে তার সাদাকালো ছবি, সামনে গিটার। তিনি বলেছিলেন ব্যান্ডের জন্য একটি দিন দরকার। আজকে ব্যান্ডের সবাই উপস্থিত। কেউ তাকে ভোলেনি। আজ তার ছেলেও পারফর্ম করবে। এই ব্যান্ড ফেস্টই হোক সঙ্গীতের শক্তি। আইয়ুব বাচ্চু স্মরণে স্মৃতিচারণ করেন কুমার বিশ্বজিৎ, শহীদ মাহমুদ জঙ্গী, মামুনুর রশীদ, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, রুমী প্রমুখ। উৎসবে অংশ নিয়েছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তীরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল, এলআরবিসহ ১৭টি ব্যান্ড দল। উৎসব চলেছে বিকাল ৫টা পর্যন্ত। অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথীর উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১